বেলকুচিতে গাঁজাসহ ১ জন আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রাম থেকে ১১০ গ্রাম গাঁজাসহ আলমাস মোল্লা (৫০) কে আটক করা হয়।
আটককৃত আলমাস মোল্লা শেরনগর গ্রামের মৃত মুসা মোল্লার ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে শেরনগর এলাকা থেকে ১১০ গ্রাম গাজাঁসহ আলমাস মোল্লাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.