বেলকুচিতে আওয়ামীলীগের উপদেষ্টা ফজলে রাব্বির উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: করানো ভাইরাসের প্রভাব প্রায় ১ মাস ধরে সিরাজগঞ্জর বেলকুচি উপজলার তাঁত পল্লীতে কর্মহীন এ শিল্পের সাথে জড়িত লাখ লাখ শ্রমিক আজ বেকার হয়ে অর্ধহার অনাহারে জীবন যাপন করছে।

গত দুই সপ্তাহ ধরে বেলকুচি উপজলা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী মোহাম্মদ ফজলে রাব্বি এবং বিশিষ্ঠ ব্যবসায়ী চোধুরী মোঃ হানিফের পক্ষ থেকে তিন শত পরিবারের মাঝে রাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে চাল, ডাল, তৈল, লবণ, আলু, পেয়াজ ও ময়দা।

আজ রবিরার সকাল এই খাদ্য সামগ্রী বিতরণ কালে ফজল রাব্বি বলেন, কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার গুলিকে গােপনে খাদ্য সহায়তা করা হচ্ছে। দেশের বিত্তবানদের মানবিকতার টানে এগিয়ে আসার আহব্বান জানিয়ে তিনি আরও বলন, নিজ নিজ যায়গা থেকে  সামর্থ্যবানরা যদি অভাবীদর পাশে দাড়ায় তাহলে ভয়াবহ এ দুর্যাোগে একটু হলেও উপকার হবে।

এসময় পাওয়ারলুম এসোসিয়েশনের সহ-সভাপতি হাজী বদিউজ্জামান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.