বেনাপোলে পিস্তল-ওয়ানশুটার গান, রিভলবার ও গুলিসহ আটক-১

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলের বহুলালোচিত নাসির উদ্দিন ওরকে চোরাকারবারী গোল্ড নাসির ওরফে পিস্তল নাসিরকে ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ আটক করেছে র‌্যাব সদস্যরা।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, সে সীমান্তবর্তী পুটখালি গ্রামের বুদো সর্দারের ছেলে। তার কাছে থাকা ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আজ সন্ধ্যায় র‌্যাব-৬ খুলনা কার্যালয়ে ব্রিফিং করেছেন র‌্যাবের অধিনায়ক ফিরোজ কবির পিপিএম, পিএসসি।
নাসির উদ্দিন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড স্বর্ন ও অস্ত্র চোরাকারবারী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১ ডজন মামলা রয়েছে বলে অধিন্য়াক জানান। অস্ত্র, মাদক এবং স্বর্ণ পাচার সংক্রান্ত বেশ ক’টি মামলায় তাঁকে খুজছিল আইনপ্রয়োগকারী সংস্থা। বেশ কয়েকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.