বেনাপোলে টাকা-জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রাম থেকে বেনাপোল বন্দর থানা পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন: বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের নওশের আলীর ছেলে রুবেল হোসেন (২৭), মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৫), হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন তুষার (২৬), ছলেমান মন্ডলের ছেলে আনার আলী (৪৫), মোসলেম মোড়লের ছেলে টিটু হোসেন (২৯), হায়দার আলীর ছেলে সজল হোসেন (২৫), শাহানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম চঞ্চল (৩৭) ও আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী (৩৫)।
বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া বিটিসি নিউজকে জানান, সীমান্তবর্তী দিঘিরপাড় গ্রামে জুয়ার আসর বসছে–এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক, খুন, চোরাচালান ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.