বেগম জিয়াসহ রাজবন্দীদের মুক্তির দাবি মির্জা ফখরুলের

ঢাকা প্রতিনিধি:  বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি দিয়ে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে সদ্য কারামুক্ত বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিবুন নবি খান সোহেলকে সঙ্গে নিয়ে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় আঠারো মাস ধরে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় বেআইনিভাবে  আটক করে রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না। দেশনেত্রীর মুক্তির জন্য সবধরনের আন্দোলন আমরা বেগবান করবো।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারকে পরিস্কার ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, আপনারা রাজবন্দীদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

এবং অবিলম্বে এই অবৈধ পার্লামেন্টকে বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করুন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.