বেগম জিয়ার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি

ঢাকা প্রতিনিধি:  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি করেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও দুদকের আইনজীবী।

আগামীকাল বুধবার (৩১ জুলাই) অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত। গত ২০ জুন বিচারিক আদালত থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার নথি আসে হাইকোর্টে।

গত বছরের ২৯শে অক্টোবর এ মামলায় বিএনপি’র চেয়ারপারসনকে সাত বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.