বিয়ের আসরে জামাইকে শাশুড়ি’র একে-৪৭ উপহার!

(বিয়ের আসরে জামাইকে শাশুড়ি’র একে-৪৭ উপহার!–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিয়েতে শান্তির বার্তা শোনানো হয়। বর-কনে যেন চিরজীন সুখে থাকে সেই আশির্বাদই করা হয়। তবে বিয়ের আসরে মারণাস্ত্র উপহার দেয়া চমকে ওঠার মতোই। বিশেষ করে কোনো শাশুড়ি যখন তার নতুন জামাইকে একে-৪৭ রাইফেল উপহার দেন তখন সত্যিই চিন্তা ভাঁজ পড়ে কপালে।
তবে ঘটনাস্থান যদি হয় পাকিস্তান তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। অবিশ্বাস্য হলেও সত্য ঘটনাটি সত্যিই ঘটেছে পাকিস্তানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে একে–৪৭ রাইফেল তুলে দিলেন। এসময় বরকে উষ্ণ আলিঙ্গনও করেন ওই নারী। ওই নারী সম্পর্কে বরের শাশুড়ি।
রিপাবলিক ওয়ার্ল্ডডটকমে প্রকাশিত প্রতিবেদনে ঘটনার বর্ণনায় উল্লেখ করা হয়, চলছে বিয়ের অনুষ্ঠান। মঞ্চে বসে আছেন নবদম্পতি। অতিথিরা এসে নবদম্পতির হাতে উপহার তুলে দিচ্ছেন। আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎই ঘটে সেই ঘটনা। বরের হাতে হঠাৎ করে একে–৪৭ রাইফেল তুলে দেন এক নারী। এটাই নাকি তার বিয়ের উপহার! সেই নারী আর কেউ নন, বরের শাশুড়ি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.