বিহার ও উত্তর প্রদেশে বন্যায় প্রাণহানি বেড়ে ১২২

(ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভারী বর্ষণ এবং এর থেকে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২২-এ দাঁড়িয়েছে)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দেশটির কর্তৃপক্ষের বরাতে দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভারতের এই দুই রাজ্যে ভারী বর্ষণ ও এর থেকে সৃষ্ট বন্যায় প্রাণহানি বেড়ে এখন পর্যন্ত ১২২-এ দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৯৩ জনের। অন্যদিকে বিহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

এদিকে ভারী বর্ষণ ও বন্যায় উভয় রাজ্যের সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে । রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। এছাড়া তলিয়ে গেছে অনেকের ঘরবাড়িও। বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থাও। বন্ধ রাখা হয়েছে দুই রাজ্যের অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

স্থানীয় সংবাদমাধ্যম গুলো  জানিয়েছে, বন্যার্তদের সহায়তায় উদ্ধারকর্মীরা কাজ করছে । অন্যদিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় উত্তর প্রদেশের বালিয়া জেলার কারাগারে থাকা ৮৫০ বন্দিকে আজমগড়ের জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

বন্যার্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে উত্তর প্রদেশের ডিভিশনাল কমিশনার ও বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.