বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ শ্লোগানে বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও।
উপস্থিত ছিলেন: জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোাস. নাসরিন খাতুনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, নারী সংগঠন আফসানা খাতুনসহ অন্যরা।
বক্তারা সকল মা’য়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব ‘মা’ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নারীদের স্বাবলম্বী করতে এবং নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে সচেতন হওয়ার জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.