বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ওঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি

 

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারত বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ওঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। এই তালিকায় বিশ্বের প্রথম দশটি দূষিত শহরের তিনটিই। এমনটাই জানিয়েছে বেসরকারী আবহাওয়া সংস্থা স্কাইমেট।

তাদের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের দূষিত শহরর এই তালিকার তিন নম্বরে রয়েছে ভারতের মুম্বাই। পাঁচ নম্বরে রয়েছে কলকাতা। গত নয়দিন ধরেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে অবস্থান করছে। যা এর আগে কখনও দেখা যায়নি।

ওই সংস্থার রিপোর্ট বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমানের সূচক ৫২৭। ফলে এটি দূষিত শহরের তালিকার শীর্ষ উঠে এসেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

তবে কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। ফলে রাজধানী দিল্লির পাশাপাশি মুম্বই ও কলকাতা দূষন নিয়েও পরিবেশবিদরা উদ্বিগ্ন।

পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকাতেও দূষণ ভয়ঙ্কর মাত্রায় বাড়ছে। ফলে কলকাতার দূষণ ক্রমশঃই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় বুলবুলের ফলে সৃষ্ট বৃষ্টির কারণে কিছুটা কমেছিল দূষণ। কিন্ত বৃষ্টি কমতেই ক্রমশঃ দূষণের মাত্রা আবার বেড়ে  চলেছে মহানগর কলকাতায়। দূষণের পরিমাণ সব চেয়ে বেশি কলকাতা সংলগ্ন হাওড়ার ঘুসুড়ি এলাকায়। কলকাতার ফুসফুস বলে পরিচিত ভিক্টোরিয়া অঞ্চলে আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে দূষণের মাত্রা পৌঁছেছিল ১৬২ তে। ফলে কলকাতাবাসীর জন্য আগামী দিন যে খুব সুখকর হবে না তা সমীক্ষার হিসাবেই স্পষ্ট বোঝা যায়।

অন্যদিকে, প্রবল বায়ু দূষণের ফলে ক্রমশই যেন গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে ভারতের রাজধানী শহর নয়াদিল্লি। সেখানে প্রতিদিনই কার্যত দূষণের মাত্রা বেড়েই চলেছে। গতকাল শুক্রবার কোথাও কোথাও এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছায় এক হাজারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.