বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’ যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কবিশ্বের সবচেয়ে বড় মাদক চক্র ‘সিনালোয়া’র শীর্ষপ্রধান, ৬১ বছর বয়সী কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের বিরুদ্ধে আনা ১০টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত।

৬১ বছর বয়সী মেক্সিকোর এই মাদক মাফিয়ার বিরুদ্ধে কোকেন এবং হেরোইন সরবরাহসহ অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা এবং অর্থপাচারের মতো অনেকগুলো অপরাধের অভিযোগ ছিল। এসব অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।

তবে এল চাপোর চূড়ান্ত সাজা এখনো ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।

২০১৫ সালে মেক্সিকোর একটি কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর আবার গ্রেপ্তার হন মাদক সম্রাট হিসেবে সুপরিচিত হোয়াকিন গুজমান। পরে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসি জানায়, তার বিরুদ্ধে মেক্সিকোর কুখ্যাত ও শক্তিশালী মাদক ব্যবসায়ীদের চক্র ‘সিনালোয়া’র পেছনের মূল হোতা হিসেবে ভূমিকা পালনের অভিযোগ রয়েছে।

মার্কিন রাষ্ট্রপক্ষীয় আইনজীবীদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী এই চক্রটি।

টানা এগারো সপ্তাহের বিচারিক কাজ শেষে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি আদালত গুজমানকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

রায় ঘোষণার সময় গাঢ় রঙা স্যুট-জ্যাকেট ও টাই পরে বসে থাকা গুজমানের চেহারা পুরোপুরি নির্লিপ্ত ছিল বলেও জানিয়েছে সিবিএস।

গুজমানের সহযোগীদের অনেকেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.