বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৯২ লক্ষ ছুঁই ছুঁই , মৃত্যু ৪ লক্ষ ৭৪ হাজারের বেশী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৯১ লক্ষ ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৩৩৯ জনের এবং এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লক্ষ ৮৮ হাজার ৩৬২ জন।

এই সময়ের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ লক্ষ ৩৭ হাজার ২৮২ জন।

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লক্ষ ২২ হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ২৩ লক্ষ ৮৮ হাজার ১৫৩ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লক্ষ ১১ হাজার ৩৪৮ জন। আর মারা গেছেন ৫১ হাজার ৪০৭ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৫ লক্ষ ৯২ হাজার ২৮০ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ২০৬ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে  আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ হাজার ৬৪৭ জন। আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ০৫ হাজার ২৮৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৪৫০ জন। মারা গেছেন ১৪ হাজার ১৫ জন।

মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩৪ হাজার ৬৫৭ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৭২০ জন।

মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৯ হাজার ৬৬৩ জন ও আক্রান্ত ১ লক্ষ ৬০ হাজার ৭৫০ জন।

এছাড়া স্পেনে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩২৪ জনের। পেরুতে মারা গেছেন ৮ হাজার ২২৩ জন। জার্মানিতে মারা গেছেন ৮ হাজার ৯৬৯ জন। ইরানে মারা গেছেন ৯ হাজার ৭৪২ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.