BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: আমাদের চেষ্টা থাকবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। তারপরও যদি কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী বা অশুভ শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করে, সেগুলোর ক্ষেত্রে যারা দোষী তাদের আমরা আইনের প্রক্রিয়ায় আনবো বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আমরা এখন বুঝতে পারছি যে কী ধরনের কাজগুলো হতে পারে। এখানে আমাদের প্রস্তুতি আরেকটু বাড়াবো। আমাদের শক্তি আরেকটু বেশি বাড়িয়ে দেব।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটছে। নির্বাচন সামনে রেখে সরকার এগুলো কীভাবে দেখছে- জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।

তিনি আরও বলেন, এখন এই নির্বাচন ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয়ে হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি। কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না।

উপদেষ্টা বলেন, যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখন আমাদের সরকার হিসেবে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রি-অ্যাক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।

সৈয়দা রিজওয়ানা বলেন, আমরা আশা করি, নির্বাচন সামনে রেখে সবাই সর্বোচ্চ সংযম ও সহনশীলতার পরিচয় দেবে। কেউ যদি জাতীয় স্বার্থ ও নির্বাচনের মতো একটি জাতীয় ইস্যুকে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নষ্ট করার চেষ্টা করে, তাকে বুঝতে হবে— সরকার নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে এবং এসব পরিস্থিতি প্রো-অ্যাকটিভ ও রি-অ্যাকটিভ উভয় দৃষ্টিভঙ্গি থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে যত রকমের সহযোগিতা করা যায়, আমরা সেই সহযোগিতা টুকু করবো। যেটা ঘটানোর চেষ্টা করা হবে, এর সবই যে ঘটবে এমন তো কোনো কথা নেই। সুতরাং আমরা সতর্ক থাকবো। আশা করছি, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে পারবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন বেলায়েত হোসেন বুলাল  মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের শীতবস্ত্র বিতরণ   বেনাপোলে বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে ইইউ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না : প্রধান উপদেষ্টা বেগম জিয়া  সর্বদা আল্লাহর উপরে বিশ্বাসী ছিলেন : মিলন যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন ধরে যমুনায় সার উৎপাদন বন্ধ বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মৃত্যু নেই – দুলু