বিলভাতিয়া সীমান্তে ৫৯বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিলভাতিয়া সীমান্তের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
আজ সোমবার (১৮ জানুয়ারী) রাত পৌনে ১টার দিকে (রবিবার দিবাগত রাত) এই অভিযান চালানো হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করে আজ সোমবার সকালে এক প্রেসনোটে জানান, ১৮ জানুয়ারী রাত আনুমানিক ০০৪৫ ঘটিকায় বিলভাতিয়া বিওপির হাবিলদার সেলিম পারভেজ এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর এলাকার হাজির আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.