বিমান বন্দরে ১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮০০ গ্রাম (১২ কোটি টাকা) মূল্যের কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তিনি মিজোরামের নাগরিক বলে জানা গেছে।
শনিবার (১০ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদদাতার তথ্য অনুযায়ী কাতারের উল্লিখিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী যাত্রী লালরামধারীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী কোনো মাদক বহন করছেন না বলে জানান।
কিন্তু যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজ (নেভি ব্লু রঙের ট্রলি ব্যাগ) স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হলে স্ক্যানিং এ যাত্রীর ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব টের পান গোয়েন্দারা।
পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ হাজার ৮০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এ সময় কোকেন বহনের দায়ে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.