বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ: চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব উচ্ছ্বাসে কোমলমতি শিক্ষার্থীরা ও অভিভাবক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সারাদেশের ন্যায় ১ জানুয়ারী বই উৎসব পালন উপলক্ষে রবিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সাড়ে ১০ টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং সাড়ে ১১ টায় কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান ও পরিমল কুমার কুন্ডু, পিটিআই সুপার বদিউজ্জামান, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুর রহমান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল ইসলাম, কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদসহ জেলা প্রশাসনের সহকাটী কমিশনারবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
রবিবার বই উৎসবের দিন মাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই দেয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.