বগুড়ায় পাঠ্যপুস্তক উৎসব পালিত


বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নতুন বছর উপলক্ষে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। শীতের কুয়াশা ভেদ করে কনকনে সকালে নতুন পাঠ্যবই হাতে পাওয়ার আনন্দে নিজেদের স্কুলে আসতে শুরুকরে ছাত্রÑছাত্রীরা।
রবিবার (১ জানুয়ারী) সকালে বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়া, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, দর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদরাসা সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব উদ্যাপন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.