বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন চন্দ্রবাবু নাইডু

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল শুক্রবার কর্ণাটক বিধানসভার ভরা অধিবেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কান্নায় ভেঙে পড়েন। খবরে প্রকাশ, বেশ কয়েকটি অধিবেশনে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস সদস্যরা চন্দ্রবাবু নাইডু তথা বিরোধীদের অপমানসূচক মন্তব্য করেন।
এমনকি উভয় পক্ষই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে। ওইদিন বিধানসভায় রাজ্যের খামার সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল। সরকার পক্ষের সদস্যরা চন্দ্রবাবুকে লক্ষ করে অপমানসূচক মন্তব্য করতে থাকেন।
চন্দ্রবাবুর নিজের কথায়,’দীর্ঘ আড়াই বছরের বেশী সময় ধরে আমাকে উঠতে বসতে অপমান করা হচ্ছে,শুধু তাই নয় এমনকি  রাজনীতিতে আমার স্ত্রীকেও টেনে আনা হচ্ছে। আমি সম্মানের সাথে বাঁচতে চাই। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। পুনরায় ক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি আর বিধানসভার কক্ষে আসবেন না বলে ঘোষণা করেন ‘। ততক্ষণে তাঁর মাইক বন্ধ করে দেন বিধানসভার অধ্যক্ষ তামিনামি সীতারাম।
পরে বিধানসভায় নিজের ঘরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করেন। সেখানেও তিনি কেঁদে ফেললে উপস্থিত বিধায়করা পরিস্থিতির সামাল দেন বলে সূত্রের খবর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.