বিতর্কের মুখে অবশেষে চসিকসহ সব উপ-নির্বাচন স্থগিত

ঢাকা প্রতিনিধি: বিতর্কের মুখে অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে স্থগিত করা হচ্ছে বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনসহ প্রায় অর্ধশত স্থানীয় সরকার নির্বাচন।

আজ শনিবার (২১ মার্চ) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। যদিও কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।

তীব্র বিতর্কের মুখে অবশেষে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ নিয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সব ধরনের ভোট স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যদিও করোনায় সৃষ্ট ক্রান্তিকালের মধ্যেই আজ শনিবার (২১ মার্চ) ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপ-নির্বাচনে ভোট হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.