বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় চলন্ত বাসে আগুন লেগে ১৯ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বিলাসবহুল বাসে আগুন ধরে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।
যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে হায়দরাবাদ থেকে রওনা দেয়। ভোর ৩টা ৩০ মিনিটের দিকে কুরনুলের কাছে পৌঁছালে বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়।
ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে স্ফুলিঙ্গ তৈরি করে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
কুরনুলের জেলা প্রশাসক ড. এ সিরি জানান, দুর্ঘটনার সময় বাসের দরজা আটকে যায় কারণ বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছিল।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে।
কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল বলেন, রাত তিনটার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল কাভেরি ট্রাভেলসের একটি বাস। এটি একটি মোটরসাইকেলে ধাক্কা মারে, মোটরসাইকেলটি নিচে আটকে যায় এবং সম্ভবত সেখান থেকেই আগুন ধরে যায়। ফরেনসিক দল এখন ঘটনাস্থলে এসে আগুনের সঠিক কারণ খতিয়ে দেখছে। যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। যারা কাচ ভাঙতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।
যাত্রী তালিকা অনুযায়ী, বাসে প্রায় ৪০ জন যাত্রী, একজন চালক ও কর্মী ছিলেন। দুর্ঘটনার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন, ফলে দ্রুত বের হতে না পেরে অনেকে আটকা পড়েন।
আগুন দেখেই কয়েকজন যাত্রী জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা নিজেরাই বের হতে পেরেছেন। তাদের মধ্যে ১৫ জনকে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশিরভাগই আহত হয়েছেন জানালা ভেঙে লাফিয়ে পড়ার সময়।
নানদিয়ালের টিডিপি সাংসদ বাইরেড্ডি শাবারি বলেন, বাসটি দুই-তিন মিনিটের মধ্যেই সম্পূর্ণ পুড়ে যায়। এক প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছে, তিনি বিপরীত দিক থেকে আসছিলেন এবং উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাসটি বিস্ফোরিত হয়। আমরা প্রায় ১৯ জনকে বাঁচাতে পেরেছি।
বাইরেড্ডি শাবারি আরও জানান, অনেক দেহই চেনা যাচ্ছে না, কারণ সেগুলো পুরোপুরি পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি জানিয়েছেন, বাসটির কাগজপত্র যাচাই করা হচ্ছে। বাসটি নিয়ম মেনে চলছিল কি না, তা আমরা খতিয়ে দেখব। #

















