বিচ্ছেদের পর একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো-সোফি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিচ্ছেদের পর এবার একসঙ্গে ছুটি কাটাচ্ছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। বর্তমানে ব্রিটিশ কলম্বিয়ায় রয়েছেন তারা। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ছুটি কাটাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তারা কবে কোথায় থাকবেন তা নির্দিষ্ট করে বলেনি প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে তারা ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন।
এর আগে গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে।
তারা দু’জনেই বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন। এর মধ্য দিয়ে এই দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।
বুধবার (২ আগস্ট) সিএনএন জানায়, জাস্টিন তার ইনস্টাগ্রামে বিচ্ছেদ সংক্রান্ত এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামের পোস্টে ট্রুডো বলেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পোস্টে ট্রুডো বলেন, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিক ভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে।
অপরদিকে ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা।
ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয় তাই তাঁরা পরিবারের মতোই থাকবেন।
সেটা নিশ্চিত করতে ট্রুডো ও সোফি দুজনেই মনোযোগী হবেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের মে মাসের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাস্টিন ট্রুডো ও সোফি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.