বিক্ষোভের সময় হোয়াইট হাউজের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে “লুকিয়েছিলেন” ট্রাম্প!

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীরা গত শুক্রবার রাতে হোয়াইট হাউজের বাইরেও জড়ো হন। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার সম্পর্কে সরাসরি জ্ঞাত এমন ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এসময় ট্রাম্পের সহধর্মিণী মেলেনিয়া ট্রাম্প ও তার পুত্র ব্যারন ট্রাম্পকেও বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।

হোয়াইট হাউজ অভিমুখে শত শত মানুষ বিক্ষোভের জন্য জড়ো হতে যাত্রা শুরু করলে দেশটির সিক্রেট সার্ভিস ও পার্ক পুলিশ কর্মকর্তারা তাদের বাধা দেয়।

এদিকে গতকাল রবিবার (৩১ মে) বিক্ষোভকারীদের দমাতে দেশটির বহু শহরে জারি করা হয়েছে কারফিউ। সিএনএন জানিয়েছে ৪০ টি শহরে জারি করা হয়েছে কারফিউ। সেইসঙ্গে হাজার হাজার দেশটির ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে মিনিয়াপলিস পুলিশ বিভাগ।

এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরা ৪৪ বছর বয়সী দেরেককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার (০১ জুন) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.