বিএসটিআই, রাজশাহী কর্তৃক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার

বিএসটিআই প্রতিবেদক: সদর উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর যৌথ উদ্যোগে অদ্য ২৬-০৮-২০২০খ্রিঃ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত সালমান এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে মেসার্স রহমানিয়া বেকারী, হোসেনপুর, সিরাজগঞ্জ এর কেক পণ্যের এবং মেসার্স হৃদয় বেকারী, বাহিরখোলা, সিরাজগঞ্জ এর বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করায় ‘বিএসটিআই আইন,২০১৮’ এর আওতায় যথাক্রমে ৩০,০০০/- টাকা এবং ১৫০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই এলাকায় ওজন ও পরিমাপে কম প্রদান করায় মেসার্স বন্ধন ট্রেডার্স-কে ৫,০০০/- এবং মেসার্স হক ট্রেডার্স-কে ১,০০০/- টাকা করে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এর আওতায় জরিমানা করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই’র পক্ষে জনাব গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব উৎপল কুমার, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন ।

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক মোঃ খলিলুর রহমান, পরিচালক, (বিএসটিআই), রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.