পঞ্চগড়ে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
আজ বুধবার দুপুরে (২৬ আগষ্ট) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির টহল দল ভুটিয়াপাড়া স্থানে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি অবৈধ মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা ধানের বস্তার ভিতরে অভিনব পদ্ধতিতে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক মামুনুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.