বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের পঁচিশ হাজার টাকা জরিমানা

বিএসটিআই প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী খাদ্য দ্রব্যে ভেজাল রোধকল্পে এবং মানহীন পণ্য বাজারজাতকরণ বন্ধের লক্ষ্যে বিএসটিআই, রাজশাহী’র উদ্দ্যোগে রাজশাহী মহানগরীতে আজ ২৬ মে ২০১৯ তারিখে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মেসার্স রুচিতা এগ্রো এন্ড ডেইরী ফুড ইন্ডাঃ, রাজশাহী কর্তৃক উৎপাদিত পণ্যের (বিস্কুট ও কেক) বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় ।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রনী খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। এসময় বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও জনাব কাউসার আলী উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.