বিএসটিআই’র অক্টোবর মাসে ভ্রাম্যমান আদালত ও সার্ভিল্যান্স অভিযান পরিচালনার তথ্য

প্রেস বিজ্ঞপ্তি: বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে অক্টোবর-২০২১ মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটসহ মোট ৮টি জেলায় সর্বমোট ১৩টি ভ্রাম্যমান আদালতে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় ২৩টি মামলায় ২,৯০,১০০/- (দুই লক্ষ নববই হাজার একশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং ০৪টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
‘বিএসটিআই আইন,২০১৮’ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে মোট ১৮টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৪টি মামলায় ৪,৪৪,০০০/- (চার লক্ষ চুয়ালিস্নশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় ও ১৯টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনার মাধ্যমে ০৪টি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং ০১টি নিয়মিত মামলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বগুড়া এর আদালতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায়ের মাধ্যমে উক্ত মামলাটি নিস্পত্তি করেন।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.