BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনসিসিকে শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

বিএনসিসিকে শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদি ভিশনের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদের ‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’ শীর্ষক উপস্থাপনা শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদ বিএনসিসির বর্তমান কাঠামো, যুব জনশক্তি উন্নয়ন কাঠামো, জাতীয় যুব কর্মশক্তি পরিকল্পনা, জনবলের প্রয়োজনীয়তা, বাজেট, চ্যালেঞ্জ এবং সুপারিশের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।

তিনি জানান, বিএনসিসি বর্তমানে ৫৬১টি শিক্ষা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে এবং সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শাখা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আল মাসুদ বলেন, ‘বিএনসিসিতে যোগদানের প্রাথমিক বয়স ১৭ থেকে ১৮ বছর এবং আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেটকে প্রশিক্ষণ দেওয়া।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনসিসির দৃষ্টিভঙ্গির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করে মানসম্মত নির্দেশনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আমরা সবাই বিএনসিসিকে সমর্থন করি, তবে আমাদের মানের দিকে মনোনিবেশ করতে হবে এবং আমাদের ভালো, বিশ্বাসযোগ্য প্রশিক্ষক রয়েছে তা নিশ্চিত করতে হবে। আমাদের অবশ্যই এর দিকে মনোযোগ দিতে হবে এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।

ড. ইউনূস বিএনসিসির মিশনের মূল মূল্যবোধ হিসেবে আত্মসম্মান, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তির গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘বিএনসিসি আত্মসম্মান ও শৃঙ্খলার বিষয়। এমন একটি ব্যবস্থা থাকা উচিত যা ক্যাডেটদের সনদ পেতে দেয়, যা তাদের কর্মসংস্থানের সম্ভাবনায় সহায়তা করতে পারে। তাদের উন্নত ভবিষ্যতের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনসিসির শুধু ছেলেদের ওপর নজর দেওয়া উচিত নয়। মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিএনসিসিকে আরও কার্যকরী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘কী ধরনের পরিস্থিতিতে আমরা এই স্বেচ্ছাসেবকদের একত্রিত করতে পারি তা আমাদের বিবেচনা করতে হবে।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাম্প্রতিক জাতীয় ইভেন্টে বিএনসিসির অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ভালো প্রশিক্ষক পাওয়াকে অগ্রাধিকার দেওয়া উচিত। জুলাই অভ্যুত্থানের পর বিএনসিসি ক্যাডেটরা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করতে এগিয়ে আসে। এটি একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ।’

প্রধান উপদেষ্টা বিএনসিসি নেতাদের উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান এবং নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্বের মাধ্যমে জাতীয় রূপান্তর এজেন্ডার মধ্যে যুব উন্নয়নকে সংহত করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বার্সেলোনায় ফেরা নিয়ে ‘সবসময় কথা বলেন’ মেসি ও তার স্ত্রী-সন্তানরা বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম: আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালায় সংশোধন আনা হবে দেশে ‘উদ্দেশ্যমূলকভাবে’ সংকট তৈরি করা হয়েছে : মির্জা ফখরুল লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মিত হলে যেসব সুবিধা পাবে বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা শেখ হাসিনা মায়ের কোলে থাকা শিশুকেও হত্যা করতে ছাড়েনি : মিলন রাজশাহীতে পলাতক আসামি রাজিব ট্যাপেন্টাডলন-ট্যাবলেট-সহ গ্রেফতার আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা