খুলনা ব্যুরো : বিএনপি প্রার্থীর বয়কটের মধ্যদিয়ে সম্পন্ন হলো বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত কেসিসির মেয়রপ্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান। খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সোমবার সকালে অনুষ্ঠিত হয় ‘আগামীর খুলনা নগরবাসীর প্রত্যাশা : মেয়রপ্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান’ শীর্ষক এ অনুষ্ঠান। এসময় বাকী চার মেয়রপ্রার্থীই মুখোমুখি হন খুলনার নাগরিকদের। নানা প্রতিশ্রুতি আর প্রশ্ন-উত্তরের মাধ্যমে শেষ হলেও এক প্রার্থীর অনুপস্থিতির কারনে অনুষ্ঠানের কিছুটা ছন্দপতন ঘটে।
শুরুতেই উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন বৃহত্তর খুলনাবাসীর পক্ষে ২১টি দাবি তুলে ধরেন। কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামানের সঞ্চলনায় মেয়রপ্রার্থীরা নির্ধারিত সাত মিনিটে তাদের ইশতিহারের সারসংক্ষেপ তুলে ধরে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। লটারির মাধ্যমে বক্তা নির্বাচিত হলে প্রথমেই সুযোগ পান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এস.এম. শফিকুর রহমান। তিনি বলেন, বিজয়ী হলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার যথাযথ পদক্ষেপ নিবেন। তিনি যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান। অন্য প্রার্থীদের ইঙ্গিত করে তিনি বলেন, এমন কোন প্রতিশ্রুতি যেন আমরা না দেই যা শুধুমাত্র ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার সময়ের উন্নয়ের রূপরেখা তুলে ধরে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, যে অঙ্গীকার দিয়ে অঙ্গীকার ভঙ্গ করবেন না তাকেই নির্বাচিত করা উচিত। এসময় তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। কেসিসির কমিশনার থেকে বাগেরহাট-৩ আসনের এমপি এবং ৯৬ আমলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন এবং কেসিসির মেয়র হিসেবে পাঁচ বছরের দায়িত্ব পালন ইত্যাদি বিষয় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের অতীত অভিজ্ঞতা তার রয়েছে। সুতরাং তাকে বিজয়ী করার মধ্যদিয়ে তিলোত্তমা খুলনা গড়ার সুযোগ দেয়ার আহবান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক বলেন, তিনি নির্বাচিত হলে খুলনাবাসীর নাগরিক অধিকার নিয়ে কাজ করবেন। তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মাদক পারমানবিক বোমার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি এর মুলোৎপাটনে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
বাংলদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাবু জলাবদ্ধতাকে খুলনা নগরীর মূল সমস্যা উল্লেখ করে তিনি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি খুলনা শিল্প ও বন্দর নগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন। বড় নেতাদের ইশারায় খুলনা মাদকের হাট বসে উল্লেখ করে তিনি বলেন, এদের মুখোশ উম্মোচন করা উচিত।
পরে সব প্রার্থীই অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে কাজ করাসহ পরাজিত হলেও গণমানুষের রায় মেনে নির্বাচিত মেয়রকে সার্বিক সহযোগিতা করে খুলনার উন্নয়নে সর্বদা সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সকলেই হাতে হাত রেখে। পরে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়রপ্রার্থীরা। খুবি ছাত্রী মেহেরুন্নেছা মেঘলা ও ছাত্র উজ্জল, নগরীর বাসিন্দা মনিরুজ্জামান মিলন, নির্জন হাওলাদার, ইশরাত আরা হীরা, মনোরঞ্জন শিকদার, মো: আ: করিম, আশরাফুল আলম যুথি, মাহমুদুল হাসান, জাহিদুর রহমান প্রমুখ নাগরিকদের পক্ষ থেকে প্রশ্ন করেন।
এদিকে, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ অনুষ্ঠান বর্জন করেন। তিনি অভিযোগ করেন, ইতিপূর্বে গত ২৮ এপ্রিল শহীদ হাসিদ পার্কে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানটি কতিপয় আওয়ামী অনুগত ব্যক্তিদের উশৃঙ্খল, ঔদ্ধত্যপূর্ণ ও মারমুখি আচরণের কারণে সৌন্দর্যহানি ঘটে। দলবাজ অংশগ্রহণকারীরা গণতন্ত্র ও মত প্রকাশের অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে দখলদারিত্ব কায়েম করে। তারা জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠতম বৃদ্ধিজীবী বদিউল আলম মজুমদারে প্রতি চড়াও হতেও কুণ্ঠিত হয়নি।
এসময় মঞ্চে উপস্থিত তালুকদার আব্দুল খালেক তার উশৃঙ্খল কর্মীদের নিবৃত্ত করতে কোন ধরনের ভূমিকা পালন করেননি। তাছাড়া প্রেসক্লাবের এ অনুষ্ঠানের আয়োজক বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন রবিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, খুলনার উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেকই যোগ্য প্রার্থী।
একটি দল নিরপেক্ষ সংগঠনের সভাপতি যদি নিজেই একটি রাজনৈতিক দলের প্রার্থীর প্রতি তার সমর্থন ও আস্থা আগেভাগেই প্রকাশ করে দেন, তাহলে তার সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠান কতোটা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হবে এ নিয়ে ঘোরতর সন্ধেহ রয়ে যায়। সভাপতির একপেশে আচরন এবং দলীয় অনুগত অংশগ্রহণকারীদের দলকানা আচরণ অনুষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। যে কারণে নজরুল ইসলাম মঞ্জু বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.