বিএনপি নেতা এ্যানীর ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা হয়েছে। এ সময় আহত হয়েছেন যুবদল, ছাত্রদল ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

আজ সোমবার  সকাল পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী গনসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, এ্যানীসহ আহতদের চিকিৎসা চলছে। এ্যানীকে এক্সরেসহ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.