BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যাবস্থা করা হবে – দুলু

বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যাবস্থা করা হবে – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সেতেরো আঠারো বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরন করা হয়েছিল।

তখন আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়ার হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহন করতে পারতো না।

দুলু বলেন, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান সাহেব মনে করেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদেরকে বর্তমানে যেভাবে সম্মানী দেয়া হয় তেমনি আগষ্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন তারাও সম্মানী পাবেন।

তিনি বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কারন এই খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যায় তখন তাদের অনেককে অর্থের জন্য কষ্টে জীবন পার করতে হয়। এই কারনে আমাদের নেতা তারেক রহমান সাহেব খেলোয়ার ও খেলাধুলাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। উনি মনে করেন স্কুল পর্যায়ে আন্ত: স্কুল খেলা ও কলেজ পর্যায়ে যে আন্ত: কলেজ বন্ধ হয়ে গিয়েছিলো উনি এগুলো আবার চালু করবেন।

দুলু বলেন, একজন ন্যাশনাল, বা ইন্টারন্যাশাল খেলোয়ার অবসর নিলে যেন সরকারি ভাতা পান তার ব্যাবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে।

তিনি শনিবার নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক মোঃ বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল’ ঝুঁকিতে কৃষি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত-৩ নয় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন ফরিদপুরে রিয়াল-বার্সা ম্যাচে উল্লাস নিয়ে দ্বন্দ্ব, জুনিয়রদের বাথরুমে আটকে নির্যাতনের অভিযোগ মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ সর্বশেষ তিন সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদনে যেসব সুপারিশ করেছে কমিশন আর কখনও যেন ‘নির্বাচন ডাকাতি’ না হয় সেই ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা