‘বিএনপি কোনো মহাসড়ক-ফ্লাইওভার তৈরি করেনি, এগুলো সম্পর্কে ধারণাও নেই’ : সেতুমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: বিএনপি কোনো মহাসড়ক-ফ্লাইওভার তৈরি করেনি, তাই এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মহাসড়কে টোল আদায় করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল আদায়ের এই নির্দেশের সমালোচনা করছে বিএনপি।

বিএনপির এই সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কোন মহাসড়ক, ফ্লাইওভার মেট্টোরেল এগুলো কিছুই তৈরি করেনি। এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই। পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা তাদের জানা থাকলেও তারা চোখ থাকতে অন্ধ হয়ে আছে।’

তিনি আরও বলেন,‘টোল দি‌লে রাস্তা চলাচ‌লের যে সুবিধাটুকু জনগণ পা‌বে, পৃ‌থিবীর সব দে‌শেই সেই ব্যবস্থা আ‌ছে। এই যে নতুন নতুন ফোর লেন, সিক্স লেন ও আট লেন, সবগুলো রাস্তার কিন্তু টোলের ব্যবস্থা আ‌ছে। জনগণ যে রাস্তা‌টি ব্যবহার কর‌ছে, এটা কিন্তু মেরামত কর‌তে হ‌য়, সংস্কার করা দরকার হয়। তো সংস্কারের টাকাটা কোথা থে‌কে আস‌বে? সরকার বারবার শুধু নতুন নতুন রাস্তা কর‌বে? সেই রাস্তার ব্যবহার যারা কর‌বে তা‌দের কোনো দায়-দা‌য়িত্ব নেই?’

এ সময় শেখ হাসিনা সরকারের উদ্যোগে চলমান এই মেগা প্রজেক্টের (বাস র‍্যাপিড ট্রানজিট) কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। আমরা তাদের স্বাগত জানাই। আশা করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুুর সওজ এর নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.