বিএনপির খুলনা জেলা ও রাজশাহী মহানগরীর পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা প্রতিনিধি: খুলনা জেলা শাখার ৬৫ সদস্য ও রাজশাহী মহানগরের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। আজ শনিবার (০৫ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত খুলনা জেলার শাখা: কমিটির আহ্বায়ক আমীর এজাজ খাঁন, ১নং যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খাঁন জুলফিকার আলী, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামিম কবির, আশরাফুল আলম খাঁন নান্নু,সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম, এনামুল হক সজল ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুমোদিত রাজশাহী মহানগরীর শাখা: কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার,শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী এবং সদস্য সচিব মামুন-অর-রশিদ।
এ ছাড়া সদস্য: নজরুল ইসলাম জুয়েল (দপ্তর এর দায়িত্বে), আশরাফ জামাল আব্বু, মোস্তাফিজুল ইকবাল,সৈয়দ জাহিদ ইকবাল (বাবলা), মনিরুজ্জামান শরিফ (মনির), সামসুল খান, হসরত মোহানী, আবদুল আওয়াল চুমু,মুনসুর আলম স্বপন, মাসুদ খান, কামাল উদ্দিন, ডা. লুৎফর রহমান খোকন, শাহবাজ উদ্দিন (বাদশা),তাজ উদ্দিন আহম্মেদ সেন্টু, রায়হান (পিন্টু), রফিকুল ইসলাম (সদর), শফিকুল আলম সমাপ্ত, মাহফুজুল হাসনাইন (হিকোল),আলী আহসান (নান্নু), জসিম উদ্দিন,এইচ এম এম নজরুল ইসলাম,আসাদুর রহমান সরকার (হারুন), সৈয়দ আবদুল কাইয়ুম (বেল্টু), নজরুল ইসলাম (হেলাল), সাইদুজ্জামান সরদার (টনি), রফিকুল ইসলাম (ইমন), সোলায়মান, জহিরুল হক মোহা. ফিরোজ কবির মামুন, ওবায়দুল ইসলাম টুটুল, আবদুল্লাহ আল মাহমুদ, ফরিদ হোসেন (রবিউল), আকতার জাহান, আরিফুল শেখ বনি, আবদুর রউফ লালন, আলাউদ্দিন, গুলজার হোসেন, মজিউল আহসান হিমেল,আবু হেনা মো. শাহিন রান্টু, শাজাহান আলী, জোবাইদা খানম (রিতা), সিফাত জেরিন (তুলি), মাসা. শাহিনা আক্তার (রোজি), নেশার আহমেদ, গোলাম রাব্বানী, গোলাম মোহায়মেন বিপুল, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম টুটুল, নুরে কুতুবে আলম (মিলন), এস এম সালাহ উদ্দীন (রতন), আলমগীর হোসেন, বাহারুল আলম ভ‚ইয়া ও মশিউর রহমান মনা।
প্রসঙ্গত যে, গত ডিসেম্বরে রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের নেতৃত্বাধীন মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
একই ভাবে, গত ডিসেম্বরে খুলনা জেলার শফিকুল আলম মনা ও আমির এজাজ খাঁনের নেতৃত্বাধীন মেয়াদউত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে খুলনা জেলা শাখার আংশিক নতুন আহ্বায়ক কমিটি করা হয়। নতুন কমিটিতে আমির এজাজ খাঁনকে আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.