বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি : সিইসি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং অনানুষ্ঠানিক বৈঠকের জন্য দলটিকে চিঠি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বলা হচ্ছ- বিএনপি মহাসচিবকে সংলাপের জন্য পত্র দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিক নয়, একটি চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার শেষ বেলায়। আমার মনে হয়, চিঠিটা ওনারা (বিএনপি) পেয়েছেন। আমার কাছে কোনো জবাব আসেনি। ধরে নিচ্ছি তারা পেয়েছেন।
তিনি বলেন, গাইবান্ধায় ভোট বন্ধের ইস্যুতে ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নেবে ইসি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপি ও সমমনা দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সিইসি কাজী হাবিবুল আউয়াল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.