বাহুবলে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিক নিহত

 

হবিগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে স্বজল দেব (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলার চারগাঁও নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উপজেলার কান্দিগাঁও গ্রামের পটিয়া দেবের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৮৯) ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও নামক স্থানে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক্টর শ্রমিক সজল দেব মারা যান।

এঘটনায় গুরুতর আহত ট্রাক্টর চালক রুবেল মিয়াকে (২৮) উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানায়, ট্রাক্টর শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.