বাস্তুচ্যুতদের ক্যাম্পে হামলা : বোকো হারাম যোদ্ধারা হত্যা করল ১৬ জনকে

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যা করেছে বোকো হারাম যোদ্ধারা।

নগুএটচুয়ে ক্যাম্পে হামলার পর স্থানীয় মেয়র মহামাত শেটিমা বলেন, মৃতের সংখ্যা ১৬। এটি স্পষ্ট যে, এ হামলার জন্য বোকো হারাম দায়ী।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ২০০৯ সালে এই জিহাদী গ্রুপ গঠিত হয়। গ্রুপটি ২০১৪ সাল থেকে নিয়মিত এই অঞ্চলে হামলা চালিয়ে আসছে। সর্বশেষ এই হামলার এক সপ্তাহ আগে ক্যামেরুন সেনাবাহিনী বোকো হারামের ৫ সদস্যকে হত্যার দাবি করে।

নাইজেরিয়ায় শুরু হলেও বোকো হারাম তাদের সহিংস তৎপরতা ক্যামেরুন, নাইজার এবং চাদেও বিস্তৃত করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.