বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯
আরএমপি প্রতিবেদক: আজ ১১/০৩/২০১৯ ইং তারিখ সোমবার বেলা ০৩.০০ ঘটিকার সময় পুলিশ লাইন মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের যৌথ আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য (রাজশাহী-২) ফজলে হোসেন বাদশা, আইজিপি’র সহধর্মিনী হাবিবা জাভেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, বিপিএম-বার,পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এ কে এম হাফিজ আক্তার, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, রাজশাহী মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন), রাজশাহী রেঞ্জ, রাজশাহী, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, মোঃ নিশারুল আরিফ, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম‘সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, বার্ষিক পুলিশ সমাবেশের প্রথম পর্যায়ে মনোরম প্যারেড প্রর্দশন করেন আরএমপি ও জেলা পুলিশের চৌকোষ প্যারেড দল এবং বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। এছাড়া পুলিশ লাইন মাঠে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। #( প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.