আদমদীঘিতে দুই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধ: আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলায় জনৈক ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারনা করার অভিযোগে দুইজন প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ভাইস চেয়ারম্যান মহিলাসহ ৫জন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে সহকারী রিটানিং অফিসার তাদের অব্যাহতি দেন। অব্যাহতি প্রাপ্তরা হলেন, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের সমাজ কল্যান বিভাগের প্রভাষক ইয়াছিন আলী ও ইতিহাস বিভাগের প্রভাষক নাজমুল হক। এদের পৃথক দুটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছিল।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাদেকুর রহমান বিটিসি নিউজকে জানান, আজ সোমবার দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনুর রহমান মন্টি, ফেরদৌস হাসান সুমন ও আলো গুপ্তাসহ ৫জন প্রতিদন্দী প্রার্থী প্রত্যাহারকৃত ওই দুইজন প্রভাষকের বিরুদ্ধে জনৈক ভাইস চেযারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারনা করছেন এমন মৌখিক অভিযোগ পাওয়ার পর নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ করার লক্ষ্যে তাদের প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগনকে নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ভঙ্গকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে হুসিয়ার করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রাথী শাহিনুর রহমান মন্টি মৌখিক অভিযোাগ দেয়া বিষয় নিশ্চত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.