‘বাবর-রিজওয়ান ব্যাপক চাপে আছে’

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, আমার বিশ্বাস, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ব্যাপক চাপে আছে।
তিনি বলেন, বাবর রান করছে, তবে টেস্টে সময়টা ভালো না যাওয়ায় বাবরের ওপর চাপ তৈরি করা হচ্ছে। আর এভাবে ড্রেসিংরুমের পরিবেশ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ দেওয়ার পর রিজওয়ানও বেশ চাপে আছে। কারণ পাকিস্তানের বিকল্প উইকেটকিপার আছে। রিজওয়ানকে পারফর্ম করে ঘুরে দাঁড়াতে হবে, যা মোটেই সহজ নয়।
রমিজ রাজা আরও বলেছেন, কোনো কারণ ছাড়াই রিজওয়ানকে কেন সহ–অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হবে? এ সিদ্ধান্ত থেকে কে লাভবান হবে?
তিনি আরও বলেছেন, পাকিস্তান গত এক বা দুই বছর ধরে ভালো করছে। কারণ দলটি বিতর্ক থেকে দূরে ছিল। সবার দায়িত্বও নির্ধারিত ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.