বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত 

প্রতীকী ছবি

 

বান্দরবান প্রতিনিধি:  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মাইন বিস্ফোরণে আবদুল ম‌জিদ (৩৬) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে ।  আজ সোমবার (২৩ সে‌প্টেম্বর)বিকেলের সময় ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমা‌ন্তে এ ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, রোহিঙ্গা ওই যুবক সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। নো ম্যানস ল্যান্ডে পৌঁছালে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছ‌ড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আনোয়ার হো‌সেন বিটিসি নিউজকে জানান, ‘বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মোঃ আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.