বাড়িতে হচ্ছিল গাঁজার চাষ, ১৭৭টি গাছসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার লধাবাড়ী গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ১৭৭টি গাঁজা গাছসহ মধু রাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) উত্তর প্রসাদ পাঠক। বুধবার ভোরে অভিযান চালিয়ে মধু রামকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঠাকুরগাঁও জেলার লধাবাড়ি গ্রামে মাদক ব্যবসায়ী মধু রাম তার বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করেছে। এ খবরের ভিত্তিতে বুধবার ভোররাতে মধু রামের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিয়ানে ওই মাদক ব্যবসায়ীর বাড়ির আঙিনা ও বাড়ির আশপাশ থেকে বিভিন্ন উচ্চতার ১৭৭টি গাঁজার গাছ শিকড়সহ উদ্ধার করা হয়। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মধু গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.