BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়িতেই বানান রেস্টুরেন্ট-স্টাইলের চিকেন সাসলিক

বাড়িতেই বানান রেস্টুরেন্ট-স্টাইলের চিকেন সাসলিক

বিটিসি রেসিপি ডেস্ক: বিকেলে অনেকেই মুখরোচক কিছু খেতে পছন্দ করেন। হাতে যদি একটু সময় থাকে, তাহলে আগুনের হালকা আঁচে গ্রিল করা মুরগি ও সবজির স্বাদে তৈরি চিকেন সাসলিক হতে পারে দারুণ একটি পদ। রেস্টুরেন্টে খাওয়া এই জনপ্রিয় ডিশটি ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায়। সঠিকভাবে ম্যারিনেট করলে স্বাদ হবে একদম দোকানের মতো। যা পরিবেশন করলে মুহূর্তেই সবার মন জয় করে নেবে।

আসুন জেনে নেওয়া যাক চিকেন সাসলিক কীভাবে তৈরি করবেন-

উপকরণ:

১. মুরগির মাংস হাড়ছাড়া ১ কাপ (কিউব করে কাটা)
২. আদাবাটা ১ চা চামচ
৩. রসুনবাটা আধা চা চামচ
৪. জিরাবাটা আধা চা চামচ
৫. মরিচ গুঁড়া ১ চা চামচ
৬. কাবাব মসলা ১ চা চামচ
৭. সয়া সস ১ টেবিল চামচ
৮. টমেটো সস ১ টেবিল চামচ
৯. লেবুর রস ১ টেবিল চামচ
১০. সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১১. টকদই ১ টেবিল চামচ
১২. সবুজ ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি
১৩. লাল ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি
১৪. পেঁয়াজ কিউব করে কাটা ১ টি
১৫. সরিষার তেল ২ টেবিল চামচ
১৬. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:

মুরগির মাংসের টুকরোগুলো একটি বড় পাত্রে নিন। এবার এতে টকদই, সয়াসস, সরিষার তেল, লবণসহ সব মসলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাংসগুলো যাতে মসলার স্বাদ ভালোভাবে শোষণ করতে পারে, সেজন্য ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এরপর ম্যারিনেট করা মুরগির সঙ্গে পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরো মিশিয়ে আবারো মাখিয়ে নিন। এবার সাসলিকের কাঠি নিন এবং একে একে মুরগি, পেঁয়াজ ও ক্যাপসিকাম গেঁথে স্টিক তৈরি করুন।

একটি প্যানে তেল গরম করে সাসলিক স্টিকগুলো দিন। হালকা আঁচে দুই দিক উল্টেপাল্টে ১০-১৫ মিনিট ভেজে নিন। হয়ে গেলে নামিয়ে সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সাসলিক কাবাব। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাড়িতেই বানান রেস্টুরেন্ট-স্টাইলের চিকেন সাসলিক ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা: নতুন বাণিজ্য রুট খুঁজছে আফগানিস্তান দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু শাবানা মাহমুদ কি হতে চলেছেন ব্রিটেনের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী? রাজশাহী নগরীতে নিজ শয়ন কক্ষ থেকে এক ব্যক্তির পঁচা লাশ উদ্ধার ভৃমিকম্পে রাবির শেরে বাংলা হল হেলে পড়ার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিরাপত্তার দাবি ইসলামপুরে পোল্ট্রি খামারীদের লোকসানের ধাক্কা ঝুঁকছেন অন্য পেশায়! সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ জাপানে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭০টিরও বেশি ভবন ধ্বংস