বাজেট দেবেন বিদায়ী মেয়র : কেসিসি’র নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণে অপেক্ষা আরও চার মাস

খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণে এখনও অন্তত চার মাস অপেক্ষা করতে হবে। কেননা আগামী ২৫ সেপ্টেম্বর বর্তমান পর্ষদের ৫ বছর পূর্ণ হচ্ছে। এর পরের দিন ২৬ সেপ্টেম্বর দুই পর্ষদের মধ্যে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ হবে। তবে বর্তমান দায়িত্বরত পর্ষদ ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করবে। পরবর্তীতে প্রয়োজনে নতুন পর্ষদ সম্পূরক বাজেট ঘোষণা করতে পারবে।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেসিসির চতুর্থতম ভোট গ্রহণ হয় ২০১৩ সালের ১৫ জুন। ওই নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে হারিয়ে বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বিজয়ী হন। তৎকালীন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিজয়ী পর্ষদ ২১ জুলাই শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ২৫ সেপ্টেম্বর এবং প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর। এরপর কর্পোরেশনের নির্বাচনী নিয়ম অনুযায়ী ৫ বছর পূর্তির ৪ মাস আগে চলতি বছরের গত ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

কেসিসির বাজেট কাম একাউন্ট অফিসার কাজী জাকিরুল হাসান বলেন, ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণার প্রস্তুতি চলছে। বর্তমান দায়িত্বরত পর্ষদ বাজেট ঘোষণা করবে। পরবর্তীতে প্রয়োজনে নতুন পর্ষদ সম্পূরক বাজেট ঘোষণা করতে পারবে।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা বলেন, নিয়ম অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর দুই পর্ষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর হবে। এরপরে নতুন পর্ষদ তাদের কার্যক্রম শুরু করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.