বাগেরহাট মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ) এর মাজার মোড় এলাকায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গনপূর্ত বিভাগের বাস্তবায়নে ৪৩ শতক জমির উপর এ মডেল মসজিদ কমপ্লেক্স হবে। তিন তলা বিশিষ্ট আধুনিক ভবন ও পুরো জমিতে সীমানা প্রাচীর থাকবে। মূল মসজিদ-কমপ্লেক্স ভবন হবে ১৬ হাজার ১শ ৫০ বর্গফুট। ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা ও সৌন্দর্য্য-বর্ধনের ব্যবস্থাও থাকবে। এসব কর্মযজ্ঞে ব্যয় হবে, ১৩ কোটি ৪১ লক্ষ টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.