বাগেরহাটে স্কুলগামী মেয়েদের রাস্তায় ইভটিজিং চিহ্নিত এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড

প্রতীকী ছবি
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া-বানিয়াগতি এলাকায় স্কুলগামী মেয়েদের রাস্তায় ইভটিজিং করার সময় অভিভাবকদের হাতে ধরা পড়া চিহ্নিত এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত বখাটে হলো গোটাপাড়া বানিয়াগাতি এলাকার জাহাঙ্গীর গাজীর ছেলে ইব্রাহিম গাজী (২২)। এলাকাবাসি জানায়, ইব্রাহিম গাজী মাদকাসক্ত এবং চিহ্নিত বখাটে। সে প্রায়ই রাস্তায় দাড়ীয়ে স্কুলগামী মেয়েদের নানাভাবে উক্তাক্ত করে এবং মোবাইলে ছবি তোলে। যা নিয়ে তার অভিভাবকদের কাছে এলাকার মেয়েদের অভিভাবকরা অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি। বরং সে আরো বে-পরোয়া হয়ে ওঠে এবং বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি শিশু মেয়েকে স্কুলে যাওয়ার পথে উক্তাক্ত করলে মেয়েটির অভিভাবকরা এলাকাবাসীর সহায়তায় বখাটে ইব্রাহিম কে আটক করে।
এ খবর পেয়ে বাগেরহাট মডেল থানার এএসআই সোহাগ সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ইব্রাহিমকে জনতার হাত থেকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ে নিয়ে আসে।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম এদিন দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইব্রাহিম গাজী কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানার এএসআই সোহাগ সিকদার বলেন স্কুলগামী মেয়েদের উক্তাক্ত করার সময় এলাকাবাসী ইব্রাহিম গাজীকে হাতে-নাতে আটক করে পুলিশে খবর দিলে আমরা তাকে আটক করে নিয়ে আসি। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোপর্দ করি।
ভ্রাম্যমান আদালতের বিচারক সদর ইউএনও মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, আটক ইব্রহিম গাজী দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইব্রাহিম গাজীর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.