বাগেরহাটে যৌনপল্লীতে আবারো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের শহরে যৌনপল্লীর কার্যক্রম স্থগিত করার পর ওই পল্লীতে খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় তাদের ৩য় দফায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (১৬ মে) রাতে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবন ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ করার সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ মার্চ ও ১২ এপ্রিল বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌথভাবে যৌন পল্লীর কর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

যৌনপল্লীর নাসরিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সচেতন রয়েছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.