বাগেরহাটে মাদ্রাসার পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:  আজ শুক্রবার দুপুরে বাগেরহাটে সদর উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।

খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বিটিসি নিউজকে জানান, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের বাড়ি খুলনা জেলার রুপসায়। তিনি পরিবার নিয়ে মাদ্রাসাতেই বসবাস করেন। আজ শুক্রবার দুপুরে তার মেয়ে মিম এবং তার বাড়িতে বেড়াতে আসা মিমের খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

এরপর মাদ্রাসা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.