বাগেরহাটে বিষাক্ত খাবার খাইয়ে পোষা কবুতর ও ঘুঘু হত্য

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে বিষাক্ত খাবার খাইয়ে ২৮টি পোষা কবুতর ও ২শটি ঘুঘু মেরে ফেলা হয়েছে। কে বা কারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরেই বিষয়টি সবার সামনে আসে।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খাইয়ে কবুতরও মারা হয়েছে। এ ঘটনায় অন্তত ২শটি ঘুঘু মারা গেছে। এতে প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধের ধরণ নতুন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.