বাগেরহাটে বাঁধনের যুব নেটওয়ার্ক কমিটি গঠন


বাগেরহাট প্রতিনিধি: সরকারি সেবা ও যুবদের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে যুবদের নিয়ে একটি নেটওয়ার্ক এর কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে একশনএইড এর সহযোগীতায় ও বাঁধনের বাস্তবায়নে গতকাল রবিবার সকালে শহরের দশানীস্থ বাঁধনের নিজস্ব ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, বিডা প্রতিনিধি মোঃ মশিউর রহমান, একশনএইড এর ইন্সপাইরেটর মোঃ হানিফ, ব্রাক প্রতিনিধি এমডি আলমাসুর রহমান, রুপান্তর প্রতিনিধি আলমগীর হোসেন মিরু প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় সাংবাদিবক, ইয়ূথ জার্নালিষ্ট ফোরাম, টিআইবি, ইয়েস গ্রুপ, বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেস। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁধনের এফোরআই প্রকল্পের কো-অর্ডিনেটর খোন্দকার মুশফিকুল ইসলাম।

সভা শেষে বাগেরহাট প্রেসক্লাব, যুব উন্নয়ন অধিদপ্তর, বিডা,ব্রাক’কে উপদেষ্টা, দাতা সংস্থা একশনএইড বাংলাদেশকে কারিগরি উপদেষ্টা, উন্নয়ন সংস্থা রুপান্তকে আহবায়ক ও বাঁধন যুব সংগঠনকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.