চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৭০৯ জন, সতর্ক থাকার আহবান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৯ জনে। গতকাল রবিবার যার সংখ্যা ছিলো ৫০৯ জন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেছে মোট ১ হাজার ৬’শ ৪৪ জন বিদেশী। সরকারীভাবে এমন তথ্য পাওয়ার পরই খোঁজ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা বাড়ছে।

গতকাল রবিবার বেড়েছে ১’শ ৩৬জন। আজ সোমবার বেড়েছে ২’শজন। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তবে জেলায় কোন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেও নিশ্চিত করেন সিভিল সার্জন।

জেলায় হোম করেনটাইনে গত শুক্রবার দুপুর পর্যন্ত ছিলো ৩৭১ জন। গতকাল শনিবার সকালে তা বেড়ে ৩৭৩ জন হয়।  গতকাল রবিবার তা ৫০৯ জন এবং আজ সোমবার ২’শজন বেড়ে ৭০৯ জনে পৌছে।

জেলার স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী সোমবার দুপুরে জানান, বর্তমানে জেলায় কোন করেনটাইন রোগী সনাক্ত হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে। গতকাল রবিবার হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা ছিলো ৫০৯ জন।

আজ সোমবার তা ৭০৯ জনে এসে পৌছে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেছে মোট ১ হাজার ৬’শ ৪৪জন বিদেশী। সরকারীভাবে এমন তথ্য পাওয়ার পরই খোঁজ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল রবিবার বাড়ে ১’শ ৩৬জন।

আজ সোমবার ২’শ জন বেড়ে হয় ৭০৯। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা আরও বাড়তে পারে।

করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতোমধ্যেই। গণজমায়েত, জালসা, কির্তন, বিয়ে, বৌ-ভাত, সকল রেস্তারা, চায়ের দোকান, আড্ডাখানা, সহ সকল জনসমাবেশ বন্ধ করা হয়েছে।

করোনা প্রতিরোধে বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম হোম কোয়ারেন্টাইনে রাখতে জেলায় ভ্রাম্যমান আদালতও চলমান রয়েছে। অমান্য করলে জরিমানাও হচ্ছে। জেলার সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারী ক্লিনিক এবং বেশী রোগী হলে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই প্রশিক্ষন কেন্দ্রে আইসোলেসনে রাখার জন্য ব্যবস্থা, করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে মাইকিং, সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বক্ষন মনিটরিং করছেন। নিজের, পরিবারের, জেলার এবং দেশের কথা বিবেচনা করে বিদেশ ফেরত সকল যাত্রীদের স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান সিভিল সার্জন।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সঠিকভাবে নির্দেশনা মেনে চলা এবং তা তদারকি করার জন্য সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.