বাগেরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেছে ষাটগম্বুজ ইউনিয়ন বনাম বিষ্ণপুর ইউনিয়ন।
গতকাল শনিবার (২৯ মে) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, অনুস্ঠানের আন্ত্রিত অতিথি হিসাবে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের ব্যাক্তিগত সহকারি এইচ এম শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, এম.এ মতিন ,মনি মল্লিক.বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন এই খেলায় অংশগ্রহন করবে। ছেলে এবং মেয়ে উভয় ফরমেটের খেলা অনুষ্ঠিত হবে।
অনুর্ধ-১৭ বছর বয়সী খেলোয়াড়রা এই অংশগ্রহনের সুযোগ পাবেন। পৃথক পৃথক ভাবে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৯টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি হবে। উদ্বোধনী দিনে ষাটগম্বুজ ইউনিয়ন ও বিষ্ণপুর ইউনিয়ন খেলায় অংশ গ্রহন করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.